মান্নতের রোযা অন্যের দ্বারা আদায় জায়েয আছে কি-না?

প্রশ্ন: মান্নতের রোযা অন্যের দ্বারা আদায় জায়েয আছে কি-না? باسمه تعالى حامدا و مصليا و مسلما উত্তর: মান্নতের রোযা নিজেই আদায় করতে হবে। অন্যের দ্বারা আদায় করলে আদায় হবে না, তবে এমন মা’যূর ব্যক্তি যে রোযা রাখতে অক্ষম, এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সক্ষমতা ফিরে পাওয়ার আশাও রাখে না, সেই ব্যক্তি রোযার পরিবর্তে ফিদিয়া আদায় করবে। الأدلة…